×

সারাদেশ

হালদায় জালে আটকে প্রাণ গেল ডলফিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৬:৩৩ পিএম

হালদায় জালে আটকে প্রাণ গেল ডলফিনের

ছবি: প্রতিনিধি

দুই সপ্তাহের ব্যবধানে আবারও দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বড় আকৃতির মৃত ডলফিন ভেসে উঠেছে। ডলফিনটির আনুমানিক ওজন ৭০ থেকে ৮০ কেজি ও ৮ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্য। ডলফিনটি জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৪ মে) সকাল ১০টায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় মৃত ডলফিনটি ভেসে ওঠে। ডলফিনের মুখে জেলেদের কেটে দেয়া জাল আটকা ছিল।পরে এটি মৃত ডলফিনটি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মাটাচাপা দেয়া হয়।

এর আগে একই এলাকায় গত ৮ মে আরো একটি ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত কেটে হত্যা করা হয়। সেই সঙ্গে ডলফিনটির চর্বিও কেটে নেয়া হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) হালদা নদীর ডলফিনের এই প্রজাতি অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App