×

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের জামাত পাঁচটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১১:৩৭ এএম

বায়তুল মোকাররমে ঈদের জামাত পাঁচটি

বায়তুল মোকাররম।

করোনার সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরে জামাত অনুষ্ঠিত হবে না। ফলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে ঈদের পাঁচটি জামাত হবে। এই পাঁচটি জামাতের কোনোটিকেই আমরা প্রধান জামাত বলছি না।

বায়তুল মোকাররমে ঈদের এই পাঁচটি জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের এক নির্দেশনায় ঈদের নামাজ শেষে করোনার জন্য কোলাকুলি করতেও বারন করেছে। নির্দেশনায় আরো বলা হয়, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে বাসাতেই ওযু করে মাস্ক, জায়নামাজ নিয়ে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, দেশে সোমবার (২৫ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App