×

রাজধানী

করোনায় আক্রান্ত হয়ে এ কে আজাদ প্লাজমা থেরাপি নিলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১২:৩২ পিএম

করোনায় আক্রান্ত হয়ে এ কে আজাদ প্লাজমা থেরাপি নিলেন

এ কে আজাদ

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে একে আজাদের শরীরে প্লাজমা দেয়া হয়।

দেশে পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি দিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির সদস্য ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ঢাকা মেডিকেলে প্রথম সংগ্রহ করা দুই ব্যাগ প্লাজমার এক ব্যাগ দেওয়া হয়েছে একে আজাদকে।

তিনি বলেন, গত বুধবার আমরা ওই প্লাজমাটা দিয়েছি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডা. ওয়াহিদুজ্জামান এবং সিএমএইচে হা-মীম গ্রুপের এমডি আজাদ সাহেবকে। তারা এখন ভালো আছেন।

এ কে আজাদের ব্যক্তিগত সহকারী মো. নজরুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি একটু অসুস্থ, এখন বাসাতেই আছেন। সিএমএইচ থেকে কবে বাসায় ফিরেছেন তা বলা যাচ্ছে না।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তার হা-মীম গ্রুপ দেশে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অন্যতম বড় বৃহৎ গ্রুপ। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক। এর সঙ্গে তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App