×

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আরো দুজন করোনা শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৫:০৭ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আরো দুজন করোনা শনাক্ত
বুন্দেসলিগা মাঠে গড়িয়েছে । ৮ জুন মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে লা লিগা । ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সহসা। তাই ফুটবলারদের করোনা পরীক্ষা চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আরো দুজনের করোনা শনাক্ত হয়েছেন। সবশেষ পরীক্ষায় পৃথক দুই ক্লাবের দুজনের করোনা ধরা পড়। প্রিমিয়ার লিগের খেলা ফের শুরুর আগে সবশেষ তিন দিনে ক্লাবগুলোর ৯৯৬ জন খেলোয়াড়-স্টাফের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রথম দিনে করোনা শনাক্ত হয় ৬ জনের। আক্রান্ত খেলোয়াড়-স্টাফদের ৭ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। প্রত্যেক ক্লাবে পরীক্ষার সংখ্যাটা ৪০ থেকে ৫০-এ উন্নিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এবারের লিগে এখনও ৯২টি ম্যাচ বাকি। ইংলিশ প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ‘জুনে লিগের খেলা পূণরায় শুরু করতে যতটা আত্মবিশ্বাসী থাকা দরকার তা আমরা রয়েছি।’ ইতোমধ্যেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে গ্রুপ অনুশীলনেও যোগ দিয়েছে ক্লাবগুলো। গত ১৩ মার্চ থেকে করোনা কারনে বন্ধ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App