সরকারি নির্দেশনা মেনে জামাত

শর্ত মেনে মসজিদেই ঈদের জামাত

আগের সংবাদ

লিচু নিয়ে দুশ্চিন্তায় চলনবিলের বাগান মালিকরা

পরের সংবাদ

১ দিনে সর্বোচ্চ মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২

প্রকাশিত: মে ২৪, ২০২০ , ২:৪০ অপরাহ্ণ আপডেট: মে ২৪, ২০২০ , ৩:৫১ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৪৮০ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন।

রবিবার (২২ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৪৮ জন। এর মধ্যে পরীক্ষা করা হয়েছ ৮ হাজার ৯০৮ জনকে। এদের মধ্যে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন বলে তিনি জানান।

 

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়