×

আন্তর্জাতিক

বাচ্চা হাঙরের স্যুপ খুবই পছন্দ করেন কিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ১১:৪৬ পিএম

বাচ্চা হাঙরের স্যুপ খুবই পছন্দ করেন কিম

কিম জং উন

প্রকাশ্যে এসে আবারও বিতর্কিত উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দেশটির সাবেক সরকারি শেফ (রাঁধুনী) কেঞ্জি ফুজিমোতো'কে উদ্ধৃত করে কিমের ডায়েট সম্পর্কে তথ্য দিয়েছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, দামি ওয়াইন পানের সখ রয়েছে কিমের। এছাড়াও চিজ খেতে খুবই ভালোবাসেন উত্তর কোরিয়ার শাসক। ফুজিমোতোর এক পুরনো সাক্ষাৎকার অনুযায়ী, বাচ্চা হাঙরের স্যুপ নাকি খুবই পছন্দ কিম জং উনের। প্রায়ই নিজের শেফ-টিমের কাছে 'স্যুপের আবদার'ও করে থাকেন ৩৬ বছরের এ রাষ্ট্রনেতা। অন্যদিকে খাদ্য সংকট রয়েছে উত্তর কোরিয়ায়। অপুষ্টির শিকার সে দেশের শিশুরা। এমতাবস্থায় খাদ্যরসিক শাসকের ভোজন-বাজেট পিয়ংইয়ংয়ের কাছে কোনও ‘বোঝার’ থেকে কম নয় বলে সংবাদমাধ্য়মে প্রকাশিত। এটা অজানা নয় যে অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে দাবি, এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন কিম জং উন। যদিও কিমের অস্ত্রোপচার সম্পর্কিত দাবি সত্যি না মিথ্যা, তা নিয়ে কোনও বিবৃতি আসেনি পিয়ংইয়ং থেকে। তবে মার্কিন ওষুধ সংস্থা 'জন হপকিন্স'-এর তরফে দাবি, কিমের যে ধরনের স্থূলতা রয়েছে, তাতে হৃদযন্ত্রে অস্ত্রোপচার স্বাভাবিক। দীর্ঘ অজ্ঞাতবাসের পর গত ১ মে সব কৌতূহলের অবসান ঘটিয়ে সর্বসমক্ষে আসেন কিম জং উন। রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচনে একটি সার কারখানার ফিতে কাটতে দেখা গিয়েছিল তাঁকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App