×

সারাদেশ

ঈদে আলোর মিছিলের উপহার পেল ১২শ পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ১১:১৬ পিএম

ঈদে আলোর মিছিলের উপহার পেল ১২শ পরিবার

ইউনিয়ন কর্মীদের কাছে ঈদ সামগ্রী তুলে দেয়া হচ্ছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর মিছিল' অন্যান্য সংগঠনগুলোর মতোই অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আলোর মিছিলের বিভিন্ন স্তরের সংগঠকদের মাধ্যমে সংগঠনটি এবার ঈদ উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নে ১২শ পরিবারে সেমাই, চিনি, দুধ ও সাবান পৌঁছে দিয়েছে।

এর আগে এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলায় কর্মরত অপরাপর সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায়দের মাঝে খাদ্যসহায়তা, বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে এসেছে।

আলোর মিছিলের আহ্বায়ক শাইখ আল জাহান শুভ্র বলেন, ঈদ পরবর্তী সময়েও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া ভবিষ্যতে যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা চালিয়ে যাবো।

আলোর মিছিলের প্রধান পৃষ্ঠপোষক দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশার সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App