×

রাজনীতি

ঈদযাত্রায় সমন্বয়হীনতা, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৫:২৬ পিএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, পরীক্ষার বিস্তৃতিকরণের ফলে করোনা শনাক্তকরণ ও মৃত্যুর সংখ্যা যখন উর্ধ্বমুখী তখন শপিংমলের ভিড় ও ঈদে বাড়ি ফেরা যেন ঈদের এই আনন্দকে ঈদ পরবর্তীতে বিভীষিকায় পরিণত না করে, পরিস্থিতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মে) এক বিবৃতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বিবৃতিতে আরো বলেন, এসব বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীন ও সিদ্ধান্তহীনতা স্পষ্টই দৃশ্যমান। এখন ঈদে ঘরমুখি হাজারো মানুষ রাস্তায়। এতে সংক্রমন বাড়েতে পারে। মেনন বলেছেন, এ সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিয়ে নয়, জনগণকে দোষারোপ করেও নয়, করোনা সংক্রমণে বিস্তৃতি রোধে লকডাউন রাখা, শিথিল করা, সব ব্যাপারেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং তার কঠোর বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। মেনন আশা প্রকাশ করেন ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে, পৃথিবী ফিরবে শ্বাশ্বতরূপে, মানুষ জীবন জীবিকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App