×

ক্রিকেট

ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা ভালো অনুভূতি: তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ০১:১২ পিএম

করোনাভাইরাসের কারণে বন্ধ খেলা। মাঠে গড়াচ্ছে না বল। তাই ঘরে বসে সময় কাটাতে হচ্ছে সবাইকে। এমন সময় অনলাইনে আড্ডা দিয়ে সময়টাকে উপভোগ করবার চেষ্টা করছেন তারকা খেলোয়াররা। রাখছেন সবার সাথে যোগাযোগ। মে মাসের শুরু থেকেই নিয়মিত লাইভে আসছেন তামিম ইকবাল। তার সাথে লাইভে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের তারকা খেলোয়াররা। তামিম করেছেন সঞ্চালনা। নিজের ফেসবুক আড্ডায় সঞ্চালনা করলেও বৃহস্পতিবার রমিজ রাজার সঙ্গে এক ইউটিউব লাইভে ছিলেন তামিম। সেখানে প্রায় আধঘণ্টার মতো আড্ডা দিয়েছেন দুজন মিলে। উঠে এসেছে নানান প্রসঙ্গ। শুরুর দিকেই তামিমের কাছে রমিজের প্রশ্ন, প্রতিপক্ষ হিসেবে কোন দেশকে ভালো লাগে কিংবা কোন দেশের বিপক্ষে খেলতে ভালো লাগে? উপমহাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম বেছে নিয়েছেন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে। তার মতে, ক্রিকেটপ্রেমী এ দুই দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এদের বিপক্ষে ভালো করতে পারলে রাতারাতি অনেক সুনাম পাওয়া যায়। নিজের উত্তরে তামিম বলেন, ‘দেখুন রমিজ ভাই, ভারত-পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই ভালো অনুভূতি। আপনি ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা বনে যাবেন। আমি একই জিনিস পাকিস্তানের ক্ষেত্রেও মনে করি। কারণ পাকিস্তানেও ক্রিকেটের প্রতি উন্মাদনা অনেক বেশি।’ ‘আপনি যদি পাকিস্তানের বিপক্ষে ভাল করেন, তাহলে আপনি সে দেশ থেকে অনেক ভালোবাসাও পাবেন। আমি পাকিস্তানের মানুষ কি না, এটা তখন আর মূখ্য নয়। আমার এখনও মনে আছে, পেশোয়ারের (পিএসএলের দল পেশোয়ার জালমি) হয়ে খেলেছিলাম আমি। এখনও সেখানে আমার অনেক ভক্ত আছে। তারা সবসময় আমাকে শুভকামনা জানায়।’ তামিম আরও যোগ করেন, ‘একই কথা ভারতের জন্যও প্রযোজ্য। ভারত অনেক বড় দেশ। আপনি যখন ভারতের বিপক্ষে ভালো করেন, তখন রাতারাতিই তারকা হয়ে যাবেন। আপনি নিজেও জানেন এটা। কারণ ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, ভালোও করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App