×

আন্তর্জাতিক

ভারতে করোনায় স্যানিটারি প্যাড সংকট

Icon

nakib

প্রকাশ: ২২ মে ২০২০, ০৪:৫৪ পিএম

ভারতে করোনায় স্যানিটারি প্যাড সংকট

ভারতের স্কুল শিক্ষার্থী

করোনা পরিস্থিতির কারণে মানুষ নানাবিধ সংকটের সম্মুখিন হচ্ছে। ভারতে লকডাউনের কারণে স্কুলগুলা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। আর স্কুল বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় স্যানিটারি ন্যাপকিনের তীব্র সংকটে পড়েছে দেশটির স্কুল পড়ুয়া তরুণীরা। স্কুলগুলো থেকে লাখ লাখ ছাত্রীরা প্যাড সংগ্রহ করতো।

গত কয়েক বছর যাবৎ স্কুল থেকে প্রতিমাসে ১০টি প্যাড সংগ্রহ করেতা প্রিয়া। দিল্লির বাদলি এলাকার একটি বস্তিতে বসবাস করা ১৪ বছর বয়সী এ কিশোরী এখন প্যাস সংকটে রয়েছে। দেশটির প্রজনন স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে একটি প্রজেক্টের আওতায় দিল্লি রাজ্য সরকার রাষ্ট্রয়াত্ব শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের প্যাড সরবরাহ করে থাকে।

ভারতের নারীদের মাত্র ৩৬ শতাংশ অর্থাৎ প্রায় ৩৫ কোটি নারী স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে। অন্যদিকে প্রতিবছর দেশটির প্রায় ২ কোটি ৩০ লাখ কিশোরী তাদের মাসিক শুরু হওয়ার পরই স্কুল ছেড়ে দেয়। কিন্তু এখন স্কুল বন্ধ থাকায় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ বন্ধ থাকায় বিপাকে রয়েছে লাখো কিশোরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App