×

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫ কোটি টাকা ৩২৭ পৌরসভায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ১০:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদেয় ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রদানের জন্য অনুদান হিসেবে বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার বিভাগ হতে অফিস আদেশ (জিও) জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ হতে শুক্রবার (২২ মে) জারিকৃত অফিস আদেশে বিভিন্ন শ্রেণীর ৩২৭টি পৌরসভার অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরিস্থিতিতে বেতন-ভাতা না পাওয়ার কারণে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরলে তিনি ত্রাণ তহবিল হতে ২৫ কোটি টাকা মঞ্জুর করেন। কোভিট-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় মানবিক দিক বিবেচনা করে এ বরাদ্দ দেয়া হয়। শুক্রবার বন্ধের দিন হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ হতে জিও জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App