×

রাজধানী

ঢামেকে প্রথম শিশু করোনা ইউনিটে ৯ রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ০৯:২৩ এএম

ঢামেকে প্রথম শিশু করোনা ইউনিটে ৯ রোগী

করোনা শিশু ইউনিট

দেশে করোনা আক্রান্ত শিশুদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পৃথক ইউনিট চালু করা হয়েছে। এ ইউনিটে বর্তমানে নয়টি শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। মারা গেছে তিনটি শিশু।

দেশে প্রথম পৃথক শিশু এই করোনা ইউনিট স্থাপিত হয়েছে গত ১০ মে। ঢামেকের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার জানান, যে শিশুগুলো মারা গিয়েছে তাদের তীব্র শ্বাসকষ্ট ছিল। শেষ সময়ে এসেছে, সব ম্যানেজমেন্ট করার পরও তাদের বাঁচানো যায়নি।

গত ২ মে ঢামেকের নতুন ভবন এবং পুরাতন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ১০ মে প্লাস্টিক সার্জারি ইউনিটের দ্বিতীয় তলায় অবস্থিত এইচডিইউকে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) শিশু করোনা ইউনিট হিসেবে স্থাপন করা হয়েছে।

প্রথমে সেখানে ১৪টি বেড নিয়ে শুরু হলেও পরে আরও ১০টি বেড সংযুক্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৪ বেডের সঙ্গে প্রায় প্রতিটি বেডের সঙ্গেই মনিটর থেকে শুরু করে হেড বক্স অক্সিজেন সবই রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App