ভারতীয় অভিনেত্রী জাহ্নবী কপূরের বাড়িতে পাওয়া গেল আরও দুই জন করোনা আক্রান্ত। তার বাড়িতে আক্রান্ত হয়েছেন দুই জন রান্নার লোক। এর আগে তার বাবা বনি কপূর একজন পরিচালক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। বনি এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য না করলেও মুম্বইয়ের ‘স্পটবয়’ ম্যাগাজিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওসিয়াড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দয়ানন্দ ভানগড় বনির আরও দুই পরিচারকের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন।
ইতোমধ্যেই মুম্বইয়ের গ্রিন একর আবাসনে সিল করে দেয়া হয়েছে বনি, জাহ্নবীর বাসভবন। হোম কোয়রান্টাইনে থাকতে হচ্ছে কপূর পরিবারকেও। কণিকা কপূর থেকে মোরানি পরিবার। করোনা ছোবলে আক্রান্ত হয়েছেন সেলেবররা। রান্নার লোকের সংস্পর্শ থেকে কপূর পরিবারে যাতে করোনা সংক্রমণ না হয়, আপাতত সেই কামনাই করছেন তার অনুরাগীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।