×

সাময়িকী

মহান শিক্ষাগুরুর প্রয়াণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৫১ পিএম

এক মহান সূর্য-প্রতিম আগুনঝরা জীবন। রংধনুসম বহুবর্ণ উদ্ভাসিত জ্ঞান ও প্রজ্ঞার অতুলন-অতলান্ত এক সমাসমুদ্র যেন। এমন নক্ষত্রতুল্য মানুষ, যাঁর মধ্যে সূর্যের প্রাখর্যতা নেই, আছে পূর্ণ-পূর্ণিমার সৌম্য, শান্ত, সমাহিত আলোর দ্যূতি, যার তুলনা স্যার নিজেই। এমন পরিপূর্ণ এক প্রাজ্ঞজনের মহাপ্রস্থান, নিয়তি নির্ধারিত এই নিষ্ঠুর অমোঘ বিধান, অকস্মাৎ নেমে এলো এক মহাশোকাচ্ছন্নতা। আজীবন হৃদয়ে লালিত অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক চেতনায় ঋদ্ধ যুগবরিষ্ঠপুরুষ- দেখলেই তাঁর পায়ে মস্তক আনত হয়ে আসে। আমৃত্যু ছাত্র-অন্তঃপ্রাণ মহান শিক্ষক, বাঙালি জাতিসত্তার অকুতোভয় গর্বিত সেনানি আজীবন ছড়িয়েছেন চেতনার আলো, আমরা আজ সে আলোয় দেদীপ্যমান। মহান ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশত বর্ষ পালন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সাংস্কৃতিক আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ; সর্বক্ষেত্রে এই মহামহীরুহের অবস্থান। পুরো দেশ-জাতি সমগ্র বাঙালি বিশ্ব আজ অবাক তাকিয়ে দেখে তাঁর মহাপ্রস্থান-মহাপ্রয়াণ...।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App