×

জাতীয়

বৃষ্টি ঝরিয়ে দুর্বল আমফান, নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:৩৪ এএম

ঘূর্ণিঝর আমফান তছনছ করেছে উপকূলীয় এলাকার হাজার হাজার গাছপালা ও মানুষের ঘরবাড়ি। দেশ। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুজন, পটুয়াখালীতে দুজন, ভোলায় দুজন, পিরোজপুরে একজন, সন্দ্বীপে একজন ও সাতক্ষীরায় একজন রয়েছেন।

আমফানের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বাতাস ছিল সারাদেশে। উপকূলীয় এলাকা প্রায় ১০ থেকে ১২ ফুট পানির উচ্চতা বেড়েছে। আমফানের প্রভাবে বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে উপকূলীয় নদ-নদীগুলো উত্তাল হয়ে ওঠায় সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। অনেক স্থানে ফাটল ধরেছে বাঁধে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর অন্তত ২৪ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App