×

জাতীয়

প্রকৌশলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ০২:৩৮ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি এডিসি মিডিয়া মো. আবু আশরাফ সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ খুনের রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ, র‌্যাব, পিবিআই ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তদন্তকারী দলের এক কর্মকর্তা জানান, টেন্ডার সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী জোনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ১২ মে ভোরে দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে। টেন্ডার সংক্রান্ত কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App