×

আন্তর্জাতিক

আমফানে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর

Icon

nakib

প্রকাশ: ২১ মে ২০২০, ১১:৩০ এএম

আমফানে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর

কলকাতা বিমানবন্দর

মাত্র ছয় ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা বিমানবন্দর। বিমান ওঠানামা করার রানওয়ে সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অনেক স্থাপনায় রয়ে গছে ঝড়ের তীব্রতার চিহ্ন। পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে যাওয়া ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগের ঝড়ে এবং ভারি বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন।

বিমানবন্দরের ভিতরের একটি ভিডিওতে দেখা গেছে রানওয়ে পানিতে তলিয়ে গেছে এবং হ্যাঙ্গারের ছাদ ফুটো হয়ে আছে। বন্দরটির সব ধরণের কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী কার্গো বিমান চলাচল করছিল। ঝড়ের সময় নিজের অফিসে অবস্থান করা রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছিলেন, সর্বনাশ হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালের সুপার সাইক্লোন ওদিশাতে প্রদেশটিতে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App