×

জাতীয়

আমফানের মহাবিপদ সংকেত নামলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ১১:২২ এএম

উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আমফান দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখনো সাগর উত্তাল রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অংশে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২০ মে) সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।

গত সোমবার ও মঙ্গলবার মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে দুই দিন ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। আমফানের কারণে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঝড়ে খুলনা, মাগুরা, যশোর অঞ্চলে ক্ষয়ক্ষয়তি কম হলেও পায়রা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমফানের প্রভাবে ১০ থেকে ১২ ফুট পানির উচ্চতা বেড়েছে, তলিয়ে গেছে কয়েকশত গ্রাম। গাছপালা পড়ে ও বাতাসের চাপে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়ি-ঘর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App