ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করা হবে

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ ২১-০৫-২০২০ (বিকাল)

পরের সংবাদ

গাইবান্ধায় ট্রাক উল্টে প্রাণ হারালো ১৩ জন

প্রকাশিত: মে ২১, ২০২০ , ৪:০৮ অপরাহ্ণ আপডেট: মে ২১, ২০২০ , ১০:২৫ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঝড়ের মধ্যে রডবাহী ট্রাক উল্টে ১৩ জন মারা গেছেন। ওই ট্রাকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে পুলিশের ধারণা।পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার (২১ মে) সকালে জুনদহ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তাতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম। ট্রাক ও রড সরাতে গিয়ে ১৩ জনের মৃতদেহ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না যে রডের নিচে এতগুলো মৃতদেহ পড়ে আছে। দুর্ঘটনার সময় সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল।

ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়