×

সারাদেশ

বরগুনা পার হচ্ছে 'আমফান', বাতাসের বেগ ৮০ কিমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৭:১৫ পিএম

বরগুনা পার হচ্ছে 'আমফান', বাতাসের বেগ ৮০ কিমি

আমফান

উপকূলীয় জেলা বরগুনা অতিক্রম করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক কিশোর কুমার সরদার বুধবার সন্ধ্যার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে বরগুনায় বাতাসের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার রয়েছে। সাথে দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় 'আমফান' বরগুনা অতিক্রম করছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বিকেল সাড়ে ৫টা থেকে বরগুনা অতিক্রম করছে ঘূর্ণিঝড় 'আমফান'। বরগুনা অতিক্রম করতে রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিপ্রবল এই ঘূর্ণিঝড় বুধবার বিকেল ৪টা থেকে সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App