×

রাজধানী

তিন হাজার করে টাকা ও খাদ্য বিতরণ ওলসার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ১১:১১ পিএম

তিন হাজার করে টাকা ও খাদ্য বিতরণ ওলসার

অসহায় মানুষদের সাহায্য করছে ওলসা। ছবি: ভোরের কাগজ।

দেশের ঐতিহ্যবাহী গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) করোনা পরিস্থিতিতে অবরুদ্ধ মানবতার পাশে দাঁড়িয়েছে।

সংগঠনটি ১৫০টি অসহায় পরিবারের কাছে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি সংকটকালীন মৌলিক খাদ্যদ্রব্য সংবলিত প্রায় দেড় হাজার উপহার ব্যাগ পৌঁছে দিয়েছে অভাবি জনগোষ্ঠীর দুয়ারে। আরো কমপক্ষে এক হাজার পরিবারকে আর্থিক সাহায্য ও ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে ওলসা।

এছাড়া দেশ বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাক্তন ল্যাবরেটরিয়ান ও তাদের পরিবারের জন্য চালু করেছে টেলিমেডিসিন সুবিধা।

ওলসার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাদ্দেক আযম সিদ্দিকী (ল্যাব’৬৯) বলেন, দেশের এমন ক্রান্তিলগ্নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের এ যুদ্ধে জয়ী হতেই হবে। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের যে কোনো প্রয়োজনে বা অনুদান পাঠাতে ফেসবুকে 'দ্য ল্যাবরেটরিয়ানস' পেইজ অনুসরণ করার অনুরোধ জানান সংগঠনটির মহাসচিব রাশেদুল করিম (ল্যাব’৯১)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App