×

পুরনো খবর

তিন ঘণ্টা তাণ্ডব চালাবে আমফান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৪:৫২ পিএম

তিন ঘণ্টা তাণ্ডব চালাবে আমফান

আমফান

মোংলা সমুদ্রবন্দর থেকে মাত্র দুশ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত হানবে বাংলাদেশের উপকূলে। তাণ্ডব চালিয়ে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি চলে এলেও শক্তি কমেনি আমফানের। অতি প্রবল রূপে ধেয়ে আসছে উপকূলের দিকে। বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ থেকে ২২০ কিলোমিটার। বুধবার দুপুর ১২টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ঘূর্ণিঝড় আমফান সন্ধ্যায় সমুদ্র উপকূল অতিক্রম করার সময় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানান, আমফান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন নিকটবর্তী উপকূল দিয়ে অতিক্রম করবে। এলাকা পেরিয়ে যেতে প্রায় ২ থেকে ৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে তাণ্ডব চালাবে এ ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App