×

সারাদেশ

কৃষকের সবজির ক্রেতা সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৯:১৭ এএম

কৃষকের সবজির ক্রেতা সেনাবাহিনী

ছবি: প্রতিনিধি

করোনায় বিপাকে পড়া প্রান্তিক চাষিদের ক্ষেত থেকে ন্যায্যমূল্যে সবজি কেনা শুরু করেছে সেনাবাহিনী। এতে মধ্যসত্বভোগীদের হাত থেকে রক্ষা পাচ্ছে কৃষক। ক্ষেতে বসেই সবজি বিক্রি করায় লাভবান হচ্ছেন তাঁরা। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলার রাজাপুর উপজেলার পূর্ব আঙ্গারিয়া গ্রামের রিজিয়া বেগমের ৫০ শতাংশ জমির ৯ ধরনের সবজি কিনে কর্মসূচি শুরু করে সেনাবাহিনী।

৭ পদাতিক ডিভিশন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের মেজর সাইদ ওই চাষির কাছ থেকে বাজার দরে ঢেঁড়স, লাফা, মিষ্টি কুমার, জালি কুমার, পেঁপে, কাঁচামরিচ, জিঙা, পুঁইশাক ও ভূট্টা ক্রয় করেন। ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে খুশি করোনায় দুর্বিষহ হয়ে পড়া কৃষক রিজিয়া বেগম। রিজিয়া বেগম জানান, স্বামী দুলাল মৃধা অসুস্থ থাকায় তিনি ৫০ শতাংশ জমিতে সবজির চাষ করে সংসার চালান। ক্ষেত থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যেত। এতে মধ্যসত্বভোগীরা বেশি লাভবান হয়। প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। করোনায় পাইকাররা না আসায় ক্ষেতের সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে সেনাবাহিনী এসে তাঁর সবজি কেনার ঘোষণা দেয়। সেনাবাহিনীর মেজর সাইদ বলেন, মাঠ থেকে সবজি কেনায় কৃষক পেয়েছে ন্যায্যমূল্য, আর আমরা তরতাজা সবজি কিনে ব্যারাকে নিয়ে যাচ্ছি। সবজি কেনার এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App