×

স্বাস্থ্য

করোনা পরীক্ষার ফলাফল জানানো হচ্ছে এসএমএসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৪:৪৩ পিএম

করোনা সন্দেহে যারা নমুনা পরীক্ষা করাচ্ছেন তাদের এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে ফলাফল। গ্রামীণফোন গ্রাহকরা এমআইএসডিজিএইচএস এবং অন্যান্য অপারেটর ব্যবহারকারীদের কাছে ০১৭২৯০২৪৬১২ নম্বর থেকে এসএমএস পাঠানো হচ্ছে। তাই নমুনা প্রদানকারীদের নির্ভুল ভাবে মোবাইল নাম্বার লেখার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুধবার (২০ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি জানতে নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ অনুরোধ করেন।

তিনি বলেন, বিভিন্ন ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদানকারীরা নমুনা দেয়ার সময় একটি মোবাইল নম্বর দেন । নমুনা পরীক্ষার পর ফল স্বাস্থ্য অধিদফতরের এমআইএ শাখা থেকে সেই মোবাইল নম্বরে এসএমএস করে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে। এই এসএমএসটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এসএমএস প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তির নাম, ফোন নম্বর, বয়স এবং ঠিকানা নমুনা সংগ্রহের সময় যথাযথভাবে পূরণ করার অনুরোধ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App