×

আন্তর্জাতিক

আমফান: পশ্চিমবঙ্গে ঘরভেঙে ও গাছচাপায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৮:০০ পিএম

ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টিতে বাড়ি ভেঙে চাপা পড়ে মারা গেছে হাওড়ার ১৩ বছরের কিশোরী লক্ষ্মী কুমারী সাউ। শালিমার এলাকার রাজকিশোর চৌধুরী লেনের বাসিন্দা ছিল সে।

এছাড়া রাজ্যের মিনাখাঁর ৫৬ বছরের নুরজাহান বেওয়া-ও ঝড়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার দক্ষিণ বার্গায় নারকেল গাছ পড়ে নুরজাহান বেওয়ার মাথায়। বাড়ি থেকে বেরোনোর সময় নারকেল গাছের গুঁড়ি পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাঁর দেহটি মিনাখাঁ থানার পুলিশ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পাশাপাশি হাড়োয়ায় গাছ পড়ে আরও দু’জনের আহত হওয়ার খবর মিলেছে। বর্তমানে তাঁরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্য সরকারের তরফে দু’টি মৃত্যুর ঘটনাই নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার করে নির্দেশ দিয়েছেন ঘর থেকে কাউকে না বেরোতে। বিপজ্জনক এলাকার বহু বাসিন্দাকে নিরাপদে সরানোও হয়েছে অন্যত্র। মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোল রুমে থেকে গোটা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App