×

জাতীয়

আমফানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মৃত্যু অন্তত ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ১১:৪৪ পিএম

সুপার সাইক্লোন আমফানে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর পাওয়া গেছে আট জনের। এছাড়া পশ্চিমবঙ্গে ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের অভ্যন্তরে পটুয়াখালীতে দুইজন, ভোলায় দুইজন, লক্ষ্মীপুরের একজন, পিরোজপুরে একজন, সন্দীপে একজন, সাতক্ষীরায় একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানে ভারতের পশ্চিমবঙ্গে রাত সোয়া নয়টার দিকে মুখ্যমন্ত্রী বলেন, সব সর্বনাশ হয়ে গিয়েছে। দুই চব্বিশ পরগনা পুরো ধ্বংস হয়ে গেছে। ভেঙে গেছে সব নদীবাঁধ। কত ক্ষয়ক্ষতি হয়েছে আন্দাজ করা যাচ্ছে না।

এদিন রাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্যুর খবর এসেছে। তবে সঠিক সংখ্যা কত তা পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App