×

সারাদেশ

আমফানের প্রভাবে বেতাগীতে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৪:৪০ পিএম

আমফানের প্রভাবে বেতাগীতে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি

আমফান

সুপার সাইক্লোন ‘আমফান’র প্রভাবে বুধবার সকাল থেকে বরগুনার বেতাগীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে প্রচণ্ড ঝোড়ো বাতাস। এদিকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা বেতাগীর অবস্থা এ দুই সমুদ্রবন্দরের মাঝে। কিন্তু এত ঝড়-বৃষ্টির মধ্যেও তেমন কোনো ভয়-ভীতি নেই এখানকার বাসিন্দাদের মধ্যে। সরেজমিন দেখা গেছে, মহাবিপদ সংকেতের মধ্যেও খোলা রয়েছে পৌর শহরের দোকানপাট। বাজারে লোকজনের ঘুরাফেরাও স্বাভাবিক। স্থানীয়রা বলছে, ভয় তো আছেই। তারপরও কেনাকাটা করতেই বাজারে এসেছেন। ব্যবসায়ীরা বলছেন, বেচা-কেনা তেমন নেই। তারপরও ঈদের সময় তাই দোকান খুলেছেন। এদিকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পৌর শহরের আশ্রয়কেন্দ্র গুলোতে খুব বেশি লোকজন দেখা না গেলেও গ্রামের সাইক্লোন শেল্টারগুলোতে লোকজন আসতে শুরু করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান বলেন, দূর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে সব ধরণের প্রস্ততি গ্রহন করা হয়েছে। উপজেলা জুড়ে আমাদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব মেনেই আশ্রয় গ্রহণ করতে হবে। প্রস্তত রাখা হয়েছে উপজেলার ১১৪ টি সাইক্লোন শেল্টার। ইতোমধ্যে নিম্ন অঞ্চলের লোকজন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। সেহেরীর জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে একটি টিম কাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে একটি নিয়ন্ত্রন কক্ষ। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, আনসার সদস্য, পুলিশসহ সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App