করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের সম্মান বাড়িয়েছে: ট্রাম্প

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ ২০-০৫-২০২০ (বিকাল)

পরের সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. সজল ব্যানার্জী

প্রকাশিত: মে ২০, ২০২০ , ৩:৫০ অপরাহ্ণ আপডেট: মে ২০, ২০২০ , ৩:৫৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.সজল কৃষ্ণ ব্যানার্জী। তিনি অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকারের স্থলাভিসিক্ত হন। ১৬ মে থেকে তিনি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেন।

গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ডা. মো. জিলম মিয়া অবসরগ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ১৬ মে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্য হতে অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে এই দায়িত্বে নিযুক্ত করেন।

অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। বর্তমানে কার্ডিওলজির অধ্যাপক ও ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত তিনি কার্ডিওলজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়