নিউজ ফ্ল্যাশ ২০-০৫-২০২০ (বিকাল)

আগের সংবাদ

ডিভোর্স নিয়ে মুখ খুললেন আলিয়া

পরের সংবাদ

মুক্তি পেল সুবীর নন্দীর ‘দূরের মানুষ’

প্রকাশিত: মে ২০, ২০২০ , ৪:০১ অপরাহ্ণ আপডেট: মে ২০, ২০২০ , ৪:৩০ অপরাহ্ণ

ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হলো দেশবরেণ্য সঙ্গীতশিল্পী প্রয়াত সুবীর নন্দীর কণ্ঠের অপ্রকাশিত একটি আনরিলিজ ট্র্যাক। বছর খানেক আগে পূর্ণাঙ্গ একটি অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন। তানভীর তারেকের সুর সঙ্গীতে সেই অ্যালবামে মৃত্যুর আগে সুবীর নন্দী ৯টি গান গেয়েছিলেন। আনরিলিজ সেই অ্যালবাম থেকে ‘দূরের মানুষ’ শিরোনামে প্রথম গানটি প্রকাশিত হলো।

স্যাড রোমান্টিক ধারার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজনে তানভীর তারেক। গানের কথাগুলো হলো- ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়।

তানভীর তারেক বলেন,‘সুবীর দা’কে নিয়ে আমার বেশিরভাগ মধুর সব স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কী এক স্বর্ণকণ্ঠকে আমরা হারিয়ে ফেলেছি।

এনএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়