×

সারাদেশ

ভোলায় সাংবাদিকের সাথে পুলিশ কর্মকর্তার অসদাচরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১০:৫৭ পিএম

ভোলায় সাংবাদিকের সাথে পুলিশ কর্মকর্তার অসদাচরণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মালেকের সাথে অসদাচারণ করেন একই থানার উপ-পরিদর্শক(এসআই)শফিকুল ইসলাম। ঘটনার সুত্র থেকে জানা যায়, মঙ্গলবার কুয়েতে পুলিশ হেফাজতে থাকা হারুন নামের এক ব্যক্তির ভেরিফিকেশন নামে ৫ হাজার টাকা দাবির অভিযোগ পাওয়া যায় । সাংবাদিক আব্দুল মালেক ঘটনার সত্যতা জানতে চাইলে তার ওপর ক্ষিপ্ত হয়ে এসআই শফিকুল ইসলাম। সাংবাদিক আব্দুল মালেক জানান, ওই বিষয়টি বোরহানউদ্দিন থানার এসআই শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বলেন, তোমার কি দরকার? কিছুক্ষণ পর বলেন থানায় আসো । ১ ঘন্টা পর আবার ফোন দিয়ে দাম্ভিকতা দেখিয়ে বলেন ফেইসবুকে লিখে আমার কিছু করতে পারবেনা। এ ব্যাপারে বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন বলেন, করোনার মহা সংকটে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে যে ইমেজ সৃষ্টি করেছেন। আশাকরি পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ এ কর্মকর্তার তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন। প্রবীণ সাংবাদিক; প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওমর ফারুক তারেক বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত। তিনি পুলিশের ভাবমূর্তির স্বার্থে ওই এসআই’র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো. রাসেলুর রহমান বলেন, এ ঘটনা দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App