×

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান স্থায়ীভাবে বন্ধের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৮:১৩ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যদি আগামী ৩০ দিনের মধ্যে তাদের ‘কাজে উন্নতি’ আনতে না পারে তবে স্থায়ীভাবে অনুদান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে এমন হুমকি দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ডব্লিউএইচও-কে চীনের প্রভাবমুক্ত হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

এ বিষয়ে ডব্লিউএইচও-র মহাপরিচালক তেদরোস আধানোমকে চিঠিতে ট্রাম্প ট্রাম্প, মহামারির বিরুদ্ধে আপনি ও আপনার সংস্থা বারবার ভুল পদক্ষেপ নিয়েছেন, যার চড়া মূল্য দিতে হচ্ছে বিশ্বকে। সংস্থাটিকে কীভাবে সংস্কার করা যায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিন। সময় খুব বেশি নেই।

গত মাসে ট্রাম্প সাময়িকভাবে ডব্লিউএইচও-তে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দেন। এবার কথা না শুনলে স্থায়ীভাবে এটি বন্ধ করে দেবেন বলেও হুমকি দিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App