×

খেলা

দর্শকহীন মাঠে ক্রিকেট পছন্দ নয় শোয়েবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:২১ পিএম

দর্শকহীন মাঠে ক্রিকেট পছন্দ নয় শোয়েবের

শোয়েব

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। ক্রিকেট আপাতত বন্ধ। তবে আশা করা হচ্ছে, আগামী জুলাইয়ে ফের মাঠে ব্যাট বল হাতে মাঠে নামবে ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি মেনে ঝুঁকি এড়াতে তখন গ্যালারিতে কোন দর্শক থাকতে দেয়া হবে না। এটিই পছন্দ হচ্ছে না শোয়েবের।

পাকিস্তানের সাবেক গতি তারকা দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে তুলনা করেছেন কনে ছাড়া বিয়ের মতো। সবার জানা, যেকোনো বিয়ে সম্পন্ন হওয়ার জন্য বর-কনে উভয়েরই উপস্থিতি দরকার। কিন্তু বিয়েতে কনে না থাকলে যেমন বিয়ে হবে না, তেমনি মাঠে দর্শক না থাকলে সেটা ক্রিকেট হবে না বলে মন্তব্য করেছেন শোয়েব।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, 'দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর কাছে ভালো মনে হতে পারে। তবে আমরা এটিকে সমর্থন দিতে পারি না। খালি স্টেডিয়ামে খেলা কনে ছাড়া বিয়ের মতো। আমাদের খেলার জন্য দর্শক লাগবেই। আমি আশা করি এক বছরের মধ্যেই এ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App