×

খেলা

চিকিৎসক নার্সদের জন্য খেলবে ইউরোপের তিন ক্লাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:১২ পিএম

চিকিৎসক নার্সদের জন্য খেলবে ইউরোপের তিন ক্লাব

করোনা ভাইরাসের হিরো চিকিৎসক ও নার্সদের সাহায্যের জন্য ও স্বাস্থ্য সেবার পরিকাঠামোর উন্নয়নের জন্য আগামী বছর প্রীতি ম্যাচে অংশ নেবে জার্মানীর শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। তারা একে অপরের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে। আর সবমিলিয়ে মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই ম্যাচগুলো থেকে আয়কৃত অর্থ ব্যয় করা হবে চিকিৎসা খাতে। তিন দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান সলিডারিটি কাপ নামে। এই ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠে। আর অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মিলানের মাঠে।

এই ৩টি ম্যাচ থেকে আয়কৃত অর্থ যাবে ইতালি ও স্পেনের হাসপাতালগুলোতে। তাছাড়া বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের মাঠে ৫০০ স্বাস্থ্যকর্মীকে খেলা দেখার জন্য আমন্ত্রন জানাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App