×

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত সুদানের ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:০২ এএম

করোনায় আক্রান্ত সুদানের ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী

সুদানের ভাইস প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার। তার স্ত্রী অ্যাঞ্জেলিনা টেনিও করোনায় আক্রান্ত হয়েছেন। টেনি দেশটির একজন প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্সের। সোমবার (১৮ মে) তার কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রীর কার্যালয়ের ‘একাধিক স্টাফ ও দেহরক্ষীর’ কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। মার্শার টেলিভিশন বার্তায় বলেছেন, নিজের বাসায় ১৪ দিন আইসোলেশনে থাকবেন তিনি। এখন পর্যন্ত দক্ষিণ সুদানে ৩৪৭ জন করোনায় আক্রান্ত ও ছয়জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, রাজধানী জুবার একটি ক্যাম্পের বাইরে দুজনের কোভিড-১৯ হয়েছে। ক্যাম্পগুলোতে হাজার হাজার লোক থাকায় মানবাধিকার সংস্থাগুলো করোনা মহামারির বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে। সামাজিক দূরত্ব মেনে চলা ও নিয়মিত হাত ধোয়া সেখানে কঠিন বলে জানায় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App