×

আন্তর্জাতিক

ইমরান খানের বাসভবনে ৪ কর্মীর করোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৫:৪০ পিএম

পাকিস্তানে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪ হাজার। এরমধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের চারকর্মী করোনায় সংক্রমিত হয়েছে। রিপোর্ট পজিটিভ আসার পরেই ওই চার কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এর জন্য ইমরান‌ খানের কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। তবে কিছুদিন আগেই একবার ইমরান খানের করোনা সংক্রমণের ভয় তৈরি হয়েছিল। এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তার সঙ্গে ইমরানের বৈঠকের পরে জানা যায় ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত। এর পরেই ইমরানের নমুনা পরীক্ষা করা হয় ও তা নেগেটিভ আসে। পাক সংবাদমাধ্যমের দাবি, সেই থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন প্রতিদিন স্যানিটাইজ করার পাশাপাশি কর্মীদের নিয়মিত পরীক্ষা করা হয়। পাকিস্তানের সার্বিক করোনা সংক্রমণের চিত্রও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪ হাজার।মোট মৃতের সংখ্যা হাজার ছুঁই। এখনও পর্যন্ত পাকিস্তানে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App