×

আন্তর্জাতিক

আমফান: পশ্চিমবঙ্গ-ওডিশ্যা প্রদেশে ভারী বর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:৩১ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আমফানের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যা প্রদেশে ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারতের এ দুই প্রদেশের কাছাকাছি এগিয়ে আসা ঝড়ের ভয়াবহ তাণ্ডব বুধবার বিকেলের দিকে শুরু হতে পারে। তার আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যায় ঝড়ছে আমফান।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এসএন প্রধান বলেছেন, তারা একসঙ্গে দুটি দুর্যোগ- করোনাভাইরাস মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগ আমফানের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তিনি রেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার পর্যন্ত অভিবাসীদের বহনকারী বিশেষ শ্রমিক ট্রেন বন্ধ রাখার আহ্বান জানাবেন। বুধবার পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপ অতিক্রম করবে সাইক্লোন আমফান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App