×

সারাদেশ

আত্মসমর্পণকারীরা পেলেন ৫০ হাজার টাকা করে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৮:১৩ পিএম

আত্মসমর্পণকারীরা পেলেন ৫০ হাজার টাকা করে

আত্মসমর্পণকারী চরমপন্থিরা। ফিরলেন স্বাভাবিক জীবনে। ছবি: সংগ্রহ।

খুলনা জেলার আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। খুলনা পুলিশ সুপারের আয়োজনে সোমবার (১৮ মে) দুপুর ১টায় ফুলতলা উপজেলা পরিষদের শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক চেক হস্তান্তর করা হয়। খুলনার ফুলতলা উপজেলার ৩২ জন ও ডুমুরিয়া উপজেলার ৩ জনসহ সর্বমোট ৩৫ জন আত্মসমর্পণকারী চরমপন্থিদের প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানি সস্পদ মন্ত্রী ও খুলনা-৫ আসনে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, খুলনা বিভাগের এনএসআই অতিরিক্ত পরিচালক মো. জালাল উদ্দিন বিশ্বাস, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ফুলতলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা এনএসআই উপ-পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে নারায়ন চন্দ্র চন্দ বলেন, আত্মসমর্পণকারী চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার এই ধারা যেনঅব্যহত থাকে। যেকোনো সমস্যায় তারা যেন ভুলক্রমে আগের পথে ফিরে না যায়। প্রয়োজনে উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় তাদের সমস্যা সমাধান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App