×

আন্তর্জাতিক

অবশেষে করোনার আলামত ধ্বংসের কথা স্বীকার চীনের!

Icon

nakib

প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:৫৮ এএম

চীনের বিরুদ্ধে করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ আলামত ধ্বংসের অভিযোগ ছিল অনেক আগে থেকেই। সর্বশেষ গত শুক্রবার (১৫ মে) চীনের একজন চীনা কর্মকর্তা প্রথমবারের মতো করোনা ভাইরাসের আলামত ধ্বংসের কথা স্বীকার করেন। তবে নিরাপত্তা ও আমলাতান্ত্রিণ কারণ দেখিয়ে সরকারি নির্দেশনায় এ কাজ করা হয়েছিল বলে জানায় তিনি। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও অভিযোগ করেছিলেন যে, “করোনা ভাইরাস কতটা ভয়াবহ আকার নিতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ আলামত চীনের কাছে ছিল। তবে তারা নিজস্ব বিশষজ্ঞদের মাধ্যমে সেসব আলামত ধ্বংস করে ফেলেছে।“ তাছাড়া ২২ এপ্রিলের সংবাদ সম্মেলন মাইক জানান, চীন তাদের ভাইরাসের নমুনা অন্য দেশের কাছে সরবরাহ করেনি। তাদের আলামত থেকে হয়তো এ ভাইরাসের গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যেত। অন্যদিকে ভাইরাসের আলামত ধ্বংস জন্য চীনের কাছে যথাযথভাবে কারণ ছিল বলে জানান এ চীনা কর্মকর্তা। চীনের জাতিয় স্বাস্থ্য কমিশনের লুই ডেংফেং জানান বায়োলজিক্যাল নিরাপত্তা ও দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে একটি অনুনমোদিত  ল্যাবে করোনার এসব আলামত ধ্বংস করা হয়। চীনের এমন স্বীকারোক্তির ফলে বিশ্বে করোনা নিয়ে বৈশ্বিক বিতর্ক আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App