×

পুরনো খবর

১০ জুন সংসদের বাজেট অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:৪০ পিএম

আগামী ১০ জুন একাদশ জাতীয় সংসদের ৮ম বাজেট অধিেবশন শুরু হচ্ছে আগামী ১০ জুন, বুধবার। আজ সোমবার (১৮ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সোমবার জাতীয় সংসদ সচিবারয় থেকে পাঠােনা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

১০ জুন বুধবার বিকেল ৫ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে একাদশ জাতীয় সংসদের ৮ম (২০২০ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন বসবে। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহবান করেছেন বলে সচিবালয় সুত্রে জানান হয়।

এর আগে বিকাল ৩ টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাজেট অধিবেশন কতদিন চলবে তা নির্ধারিত হবে। পরের দিন ১১ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা সংক্রমনের মধ্যে এ অধিবেশন কিভাবে চলবে, কতজন সদস্য হাজির থাকবেন, প্রতিদিন কতজন বাজেটের উপর ভাষন দেবেন তা নিয়ে অধিবেশনের আগে সিদ্ধান্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App