×

খেলা

র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:৩৫ পিএম

র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির বোলিং র‌্যাংকিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এ মুহুর্তে দেশে সবার উপরে অবস্থান করছেন। ১৭ মে টি-টোয়েন্টির প্লেয়ার র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একধাপ উন্নতিতে ৩২ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৫২১।

বোলিং র‌্যাংকিংয়ে একশ’র মধ্যে বাংলাদেশের আর তিনজন আছেন। ৪৭২ রেটিং নিয়ে ৪৯ নম্বরে আছেন অপর পেসার আল-আমিন হোসেন। অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম ৩৮২ রেটিং নিয়ে ৮৭ নম্বরে এবং তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩৮০ রেটিং নিয়ে ৯০তম অবস্থানে রয়েছেন।

সম্প্রতি ফর্মে ফেরার যুদ্ধে থাকা মোস্তাফিজের গত জিম্বাবুয়ে সিরিজটা বেশ ভালোই কেটেছে। ওয়ানডে সিরিজে উইকেট বেশি না পেলেও রান খরচ করেছেন কম। টি-টোয়েন্টিতে উইকেটের দেখাও পেয়েছেন। দুই টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছেন বাঁ-হাতি তরুণ এই পেসার। প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট, দ্বিতীয়টিতে ২৫ রানে ২ উইকেট। এতে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।

অবশ্য আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে পরিবর্তন হয়নি। শীর্ষে যথারীতি আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। এরপর সেরা পাঁচে যথাক্রমে মুজিব-উর-রহমান (আফগানিস্তান, ৭৩০ রেটিং), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, ৭১৩), অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া ৭১২) ও তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা ৬৮১)।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট সহ সব ধরনের মাঠের খেলা বন্ধ । ক্রিকেটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছিল গত মার্চের ১৩ তারিখে, সিডনিতে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। তবে আইসিসি তাদের র‌্যাংকিংয়ের হালনাগাদ চালু রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App