×

সাহিত্য

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মুনতাসীর মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৩:৪৪ পিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। পরপর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। সোমবার (১৮ মে) ভোরের কাগজকে মুনতাসীর মামুন নিজেই এ কথা জানিয়ে বলেছেন, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমি ভালো আছি। আমাকে বিশেষ করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ‘কর্তৃপক্ষ’, চিকিৎসক এবং সেবিকারা সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে সিএমএইচে স্থানান্তর করায় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া যারা তার জন্য প্রার্থনা করেছেন, মঙ্গল কামনা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৭ মে বিকেলে বিশিষ্ট এই ইতিহাসবিদকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে সিএমএইচে নেয়া হয়েছিল। এর আগে গত ১৮ এপ্রিল তার মা জাহানারা খান করোনা আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে যান অধ্যাপক মামুন। করোনা আক্রান্ত মায়ের সংস্পর্শে আসায় তার মধ্যেও করোনার সব লক্ষণ দেখা দেয়। তবে তার মা ইতোমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App