×

সারাদেশ

পূর্বধলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০১:২২ পিএম

পূর্বধলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত
পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশো শেখর তালুকদারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  রবিবার (১৭ মে) রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফলে উনার শরীরে করোনার পজেটিভ রির্পোট এসেছে বলে নিশ্চিত করেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াহীদুর রহমান । তিনি জানান গত বৃহস্পতিবার (১৪ মে) প্রধান শিক্ষকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিয়ংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। রবিবার রাত ৯ টার দিকে পিসিআর ল্যাবের ফলাফলে উনার শরীরে করোনার পজেটিভ আসে । এর আগে ২১ এপ্রিল পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার প্রথম করোনা আক্রান্ত হন এর পর দ্বিতীয় দফায় ২ মে একজন ডাক্তার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন স্টাফ করোনায় আক্রান্ত হন। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলোশনে থাকার পর তাদের দুই দফা নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল নেগেটিব আসায় তাদের সুস্থ্য হিসাবে ছাড়পত্র দেওয়ার ৪ দিন পর আবার নতুন করে এক জনের শরীরে করোনার পজেটিভ রির্পোট আসে। তবে এ ব্যাপারে কতজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে তা এখনও জানাযায়নি। ডা. ওয়াহীদুর রহমান মামুন আরো জানান যেহেতু তিনি বিভিন্ন সময় ত্রান বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন সেহেতু উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পিসিাার ল্যাবে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App