×

অর্থনীতি

পুনঃঅর্থায়ন স্কিমে অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:৫৪ পিএম

পুনঃঅর্থায়ন স্কিমে অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর

করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজে শিল্প ও সেবা খাতের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎসে ১৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। ওই তহবিল থেকে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংকের সঙ্গে অংশগ্রহন চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) চুক্তিনামায় অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের জিএম মোঃ সহিদুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ইডি মোঃ মাসুদ বিশ্বাস,অগ্রণী ব্যাংক লিমিেিটড এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম মোল্যাসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য নির্বাহী/কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্ণিত প্যাকেজের আওতায় অগ্রণী ব্যাংক লিমিেিটড এর বিভিন্ন শাখায় ৫৩ টি আবেদন গৃহীত হয়েছে যা বিভিন্ন পর্যায় প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App