×

আন্তর্জাতিক

আমেরিকায় আগস্টের মধ্যে দেড় লাখ মৃত্যুর আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৮:৫৭ পিএম

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যুর ২৯ শতাংশই আমেরিকায়। কম বেশি প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থা চলতে থাকলে আগামী আগস্ট মাসের মধ্যে করোনায় সংক্রমিত হয়ে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে প্রায় ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি এলেক্স আজার ১৭ মে সন্ধ্যায় বলেছেন, করোনায় এত মৃত্যুর জন্য লোকজনের স্বাস্থ্যের পূর্বাবস্থাই বেশি দায়ী। কৃষ্ণাঙ্গসহ যাদের শরীরে আগে থেকেই নানা অসুখ ছিল তাদের বেশি মৃত্যু হয়েছে। বর্তমানে আমেরিকায় সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে সমুদ্র এলাকা খুলে দেয়া হচ্ছে। মানুষ বেরিয়ে পড়ছে। তবে অনেক সতর্ক থেকে। কবে নাগাদ ভ্যাকসিন আসবে এ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, ভ্যাকসিন আসুক বা না আসুক সব কিছু চালু করে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App