×

জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরো ২৪৩ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ১১:৪৯ এএম

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরো ২৪৩ বাংলাদেশি

কাতার এয়ারওয়েজ/ফাইল ছবি।

করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৩ বাংলাদেশি আজ ভোরে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, যাত্রীদের নিয়ে বিশেষ ফ্লাইটটি ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ মে রাত ১১টা ৪ মিনিটে রওনা হয়ে রবিবার (১৭মে) ভোররাত ৩টা ১৬ মিনিটে ঢাকায় অবতরণ করে।

কাতারের রাজধানী দোহায় ১ ঘণ্টা যাত্রাবিরতিও দেয়া হয় বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ডুলেস বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও শুভকামনা জানান।

ফেরত আসা যাত্রীদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আরো রয়েছেন পর্যটন ও বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিক এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা। এছাড়াও, ৪৯ স্কুল-কলেজ শিক্ষার্থী রয়েছেন যারা যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক কর্মসূচির আওতায় সে দেশে গিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App