×

বিনোদন

প্রত্যেকে মোরা পরের তরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৯:০৯ পিএম

প্রত্যেকে মোরা পরের তরে

লারা লোটাস

করোনা ভাইরাসের ফলে দেশে ইতোমধ্যেই দেখা দিয়েছে আর্থিক সংকট। দেশের মাঝারি আয়ের ও নিম্ন আয়ের পরিবারগুলোতে খাদ্য সংকট দিন দিন বাড়ছে। দীর্ঘ সময় কর্মহীন থাকার দরুন সংকট প্রকট হচ্ছে। এ সংকট সাময়িকভাবে দূর করতে আর্থিকভাবে সামর্থ্য মানুষরা নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, প্রতি নিয়ত দিচ্ছেন।

শোবিজ অঙ্গনের মানুষরা দিন খেটে দিন খাওয়া মানুষ। করোনার কারণে বর্তমানে তাদের শুটিং নেই। ফলে আয়ের পথ বলতে গেলে বন্ধ। তবুও মানবিক জায়গা থেকে অনেকেই এগিয়ে এসেছেন আর্ত মানবতার সেবায়। তেমনই ব্যক্তিগতভাবে, পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী লারা লোটাস।

ইতোমধ্যে স্বল্প আকারে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো এখন আমাদের কর্তব্য। কিন্তু দূঃখের বিষয় হলো, আমার অনেক পরিচিত জনের কাছে বিষয়টি জানানো হলে তারা মুখ ফিরিয়ে নেয়। ফলে কিছুটা হতাশ হয়ে পড়ি। এরপর আমার পরিবারের সদস্যরা আমাকে তাদের জমানো কিছু টাকা দিলে প্রথম দিকে ২১ জন মানুষকে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী দিয়েছি। পরবর্তীতে ৪টি পরিবারের ১ মাসে খাবার সহায়তা দিলাম।

কিন্তু এখন একা একা কতটুকু সাহায্য করতে পারবো জানি না। যেহেতু কোনো কাজ করছি না, তাই আমার নিজেরও কিছুটা সমস্যা হচ্ছে। এ সময়ে আমার পরিচিত বন্ধুরা বা অন্যান্য যারা মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী তারা দয়া করে মুখ ফিরিয়ে থাকবেন না। এ সময়টা আসলে আমাদের সকলের এক সঙ্গে কাজ করে পার করতে হবে। তাহলেই ‘সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে’ কথাটি সার্থক হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App