×

সারাদেশ

পার্বতীপুরে রেলের তেল পাচার, আটক তিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৯:০৫ পিএম

পার্বতীপুরে রেলের তেল পাচার, আটক তিন
রেলওয়ের তেলবাহী লরি থামিয়ে দিনাজপুরের পার্বতীপুরে রেল ইঞ্জিন থেকে তেল পাচারের সময় ২১০ লিটার ডিজেলসহ চালক (লোকোমাস্টার-এলএম) মোঃ সেলিম (৪৫), সহকারি চালক (সহকারি লোকোমাস্টার-এএলএম) উজ্জল হোসেন (৩০) ও তেল চোরাকারবারী হাসান আলীকে (৩০) আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের তিন কিলোমিটার দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ের সিআই (সাধারণ শাখা) এমদাদ হোসেন জানান- খুলনা থেকে তেল নিয়ে একটি লরি (কেপি-৭ আপ) পার্বতীপুর আসছিল। লরিটি পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে হলদিবাড়ী রেলগেট এলাকায় থামিয়ে এলএম মোঃ সেলিম ও এএলএম উজ্জল হোসেন ইঞ্জিন (ইঞ্জিন নং ৬৩১২) থেকে তেল পাচার শুরু করে। তেল পাচারের বিষয়টি জানতে পেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ের সিআই (সাধারণ শাখা) এমদাদ হোসেন, সিআই (গোয়েন্দা শাখা) নুরুন্নবী ও এসআই ইলিয়াস হোসেন তড়িৎ অভিযান চালিয়ে এলএম মোঃ সেলিম, এএলএম উজ্জল হোসেন ও তেল চোরাকারবারী হাসান আলীকে ২১০ লিটার ডিজেলসহ হাতেনাতে ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দার শাখার সিআই নুরুন্নবী। এলএম সেলিম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর এলাকার এরশাদ আলীর ছেলে। এএলএম উজ্জল হোসেন পার্বতীপুর পৌর এলাকার পাওয়ার হাউজ কলোনীর আফছার উদ্দিনের ছেলে এবং তেল চোরাকারবারী হাসান আলী একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App