×

সম্পাদকীয়

নগদ সহায়তা নিয়ে অনিয়ম দেখতে চাই না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ১০:১৬ পিএম

মহামারিতে ত্রাণের চাল চুরি নিয়ে এখনো হট্টগোল চলছে। এর মধ্যে নগদ সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকায় অনিয়ম দেখা দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। দেশের এই ক্লান্তিলগ্নে বারবার এমন ঘটনা সত্যিই দুঃখজনক। জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলায় সাড়ে ৬ হাজার পরিবারের তালিকা করা হয়। তালিকায় একই মোবাইল নম্বর ভিন্ন নামে ব্যবহার হয়েছে সর্বোচ্চ ২শ বার। তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, মুড়িয়াউক ইউনিয়নে ৪টি মোবাইল নম্বর ব্যবহার হয়েছে ৩০৬ জনের নামের পাশে। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনের নাম। রয়েছেন স্বামী-স্ত্রীসহ একই পরিবারের একাধিক সদস্যও। অন্যদিকে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায়ও তালিকা তৈরিতে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। ফলে তালিকা প্রণয়নে স্থানীয় পর্যায়ে অনিয়ম ও বিতরণে অদক্ষতা এবং সমন্বয়হীনতা পুরো কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে সারাদেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে ১ হাজার ২৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণের উদ্বোধন করেন। বিকাশ, রকেট, নগদ ও সিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১ হাজার ২শ কোটি টাকার তহবিল বিতরণ করা হবে। প্রতি পরিবারে ধরা হয়েছে চার জন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে ২ কোটি মানুষ। প্রতিদিন ১০ লাখ মানুষ নগদ সহায়তা পাবেন এবং পুরো তহবিল ১৪ থেকে ১৮ মে’র মধ্যে বিতরণ করা হবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যাপক সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর জন্যই প্রধানমন্ত্রী নগদ টাকা দেয়ার উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটি প্রশংসার দাবিদার। কিন্তু শুরু থেকে অনিয়মের যেমন খবর পাচ্ছি এ কারণে বঞ্চিত হবেন অনেক অসহায় মানুষ। গুরুত্বপূর্ণ এই কাজে অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের সহায়তা নিয়ে যে কোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমনের যে হুঁশিয়ারি দিয়েছেন সেটা কাজে আসছে না। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে দেশের নানা জায়গায় স্থানীয় জনপ্রতিনিধিরা যেভাবে অনিয়ম করছে তা দেখে বিস্মিত হতে হয়। প্রশাসন এবং পুলিশ-র?্যাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নানা অভিযান পরিচালনা হচ্ছে ঠিক কিন্তু তারপরও থেমে নেই এই অনিয়ম। এক্ষেত্রে সত্যিকার অর্থে যাদের সহায়তা প্রয়োজন তারা যাতে উপকৃত হতে পারেন তা নিশ্চিত করতে সহায়তাপ্রাপ্ত সবার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা জরুরি। বিশেষ করে হবিগঞ্জে অনিয়মের সঙ্গে যুক্তদের শাস্তির আওতায় আনতে হবে এবং সেখানকার প্রকৃত অসচ্ছলরা যেন নগদ সহায়তা পান তা নিশ্চিত করাও জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App