×

খেলা

যুব বিশ্বকাপ জয়ী আকবরের জার্সি-গ্লাভস বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৫:৩০ পিএম

করোনার ক্রান্তিকালে ক্রিকেটাররা যে যার মত অসহায়দের সাহায্য করছেন। তাই করোনা দুর্গতদের সাহায্যের জন্য যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী তার জার্সি-গ্লাভস নিলামে তুলেছিলেন। ১৫ মে শুক্রবার জানা গেছে নিলামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরের জার্সি এবং গ্লাভস কিনে নিয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।

করোনাকালে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে অনলাইন মাধ্যম পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলা এই নিলামে ২ হাজার মার্কিন ডলারে জার্সি এবং গ্লাভস বিক্রি হয়। যার বাংলাদেশি মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

একই নিলামে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাট ২০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতিষ্ঠিত 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন'। এই ব্যাট দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন মুশফিক।

এই নিলামের আরেক পার্টনার নিবকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মো: রিয়াজুল ইসলাম জুয়েল ২,০০০ (দুই হাজার) মার্কিন ডলার দিয়ে।

নিলাম থেকে পাওয়া অর্থের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হবে। শুধু আকবরই নন, বাংলাদেশি অনেক ক্রিকেটার তাদের প্রিয় স্মারক নিলামে তুলেছেন। ইতোমধ্যে সাকিব-মুশফিক-সৌম্য-তাসকিন তাদের স্মারকগুলো নিলামের মাধ্যমে বিক্রি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App