×

জাতীয়

ঘূর্ণিঝড়ের নামের তালিকা শেষ, আমফানের পরে কী?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৫:৪২ পিএম

ঘূর্ণিঝড়ের নামের তালিকা শেষ, আমফানের পরে কী?

আমফান

ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলির আবহাওয়া ভিত্তিক আঞ্চলিক কমিটি ২০০৪ সালে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে। আপাতত একটি ঘূর্ণিঝড় সৃষ্টি বাকি আছে, সেটা আমফান। এ নামটি থাউল্যান্ডের দেয়া। কিন্তু ঝড় তো আসতেই থাকবে। তখন তার নাম কী হবে? সেটা নিয়েই ভাবছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এর আগে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করেছে পাকিস্তান। আর সর্বশেষ ঘূর্ণিঝড় পবনের নাম দিয়েছে শ্রীলঙ্কা। গত বছর সবচেয়ে বেশি ফণীর তাণ্ডব লক্ষ্য করা গেছে। নর্থ ইন্ডিয়ান ওসেন সাইক্লোন সেজন এর হিসেব বলছে, ফণীর নামকরণ করেছিল বাংলাদেশ। সিডার (ওমান), নার্গিস (পাকিস্তান), বিজলি (ভারত), আয়লা (মালদ্বীপ) এছাড়াও অন্যান্য ঝড়ের নামও ব্যবহার হয়ে গিয়েছে। নিয়মানুসারে এই নামগুলি আর দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এখন আমফান আতঙ্ক নিয়েই ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাবাসী কাঁপছেন। ঘণীভূত হয়ে আসছে এটি। যেকোনো সময় এটি আছড়ে পড়তে পারে। তবে আছড়ে পড়ার সময় আমফান কতটা শক্তি বাড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন থেকেই জেলেদের দূর সাগরে না যাওয়ার জন্য বলা হচ্ছে। ঝড়ের এই নামকরণ নিয়ে বিস্তর গবেষণা চলে। এরপর ২০০৪ সাল থেকে শুরু হয় পৃথক নাম দেয়ার পালা। তার আগে স্থানভিত্তিক নামেই সামুদ্রিক ঝড়গুলি পরিচিত হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App